ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মুখী সকল বাস চলাচল বন্ধ
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ঢাকা মুখী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। চাদা না দেয়ায় ড্রাইভারের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১ টা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। ফলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাস ষ্ট্যান্ড থেকে ঢাকা গন্তব্যে কোন যাত্রীবাহি বাস ছেড়ে যায়নি। জানা গেছে, বুধবার রাতে নিউ লাইন সার্ভিসের এক ড্রাইভারের কাছে চাদা দাবী করে দৃবৃত্তরা। চাদা না পেয়ে আজ সকালে নিউ লাইন ও বিআরটিসি’র বাস কাউন্টার ভাঙ্গচুর করা হয়। এরপরই বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, বিশ্বরোড থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।