ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা বিষয়ক এক এডভোকেসি সভা
।।বার্তা কক্ষ।।আইন মেনে বিয়ে ,পদ্ধতি জেনে সন্তান ,২০ এর পরে সন্তান এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশাররফ হোসেন । এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ,সিভিল সার্জন ডাঃ নারাযন চন্দ্র দাস , পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক অরবিন্দ দত্ত।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,এস,এম,শাহিন । সভায় আগামী ৭ থেকে ১২ জুন পর্যন্ত পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ সফল করার আহ্বান জানানো হয়।