সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

লেনোভোর নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’

লেনোভা ব্র্যান্ডের নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’ ডেস্কটপ পিসি এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক মানের এ পিসিটি নিয়ে এসেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।



 ৩.৪ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর যুক্ত পিসিটির ক্যাশ মেমোরি ৬ মেগাবাইট।

গ্রাফিক্সের পাশাপাশি মাল্টিমিডিয়া অ্যাপলিকশেনগুলো নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য আছে ৮ জিবি ডিডিআর-থ্রি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডুয়্যাল লেয়ার ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, এইচডি অডিও, বিল্ট ইন স্পিকার।



আরো রয়েছে ইউএসবি ৩.০, ভিজিএ পোর্ট, ডিভিআই পোর্ট সহ প্রয়োজনীয় সমস্ত সুবিধা। ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির দাম ৭০ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর