শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইল উপজেলার শাহজাদাপুরে ইউপি ও দেওড়ায় ইউপি কমপ্লেক্সের জায়গা পরিদর্শনে এডিসি

sarail pic (up) 01.06.14আমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুরে ইউপি কমপ্লেক্সে ভবনের জায়গা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল। আজ রোববার সকালে তিনি ইউপি কমপ্লেক্স ভবনের দুটি জায়গা পরিদর্শন করেন। শাহজাদাপুর এলাকায় গভীর জলে কমপ্লেক্স নির্মানের জায়গা দেখান আগ্রহী লোকজন। আর দেওড়ায় শুষ্ক জায়গা দেখানো হয়। জায়গা পরিদর্শনকালে এডিসি’র সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। তিনি পরিদর্শন কালে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন। পরে তিনি পরিষদ কর্তৃক অনুমোদিত স্থানটি পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইতিমধ্যে উপজেলার বেশ কয়েকটি স্থানে ইউপি কমপ্লেক্স নির্মিত হয়েছে। জায়গার অভাবে গত ১০/১৫ বছরেও কমপ্লেক্স করতে পারেননি শাহজাদাপুরের সাবেক চেয়ারম্যানরা। শাহজাদাপুর ইউনিয়নের সকল গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১৯৫৬ সালে দেওড়ায় ইউনিয়ন অফিস স্থাপিত হয়। তখন চেয়ারম্যান ছিলেন আবদুল ময়েজ খান। অদ্যাবধি সেখানেই চলছে কার্যক্রম। এখানে প্রয়োজনীয় জায়গা নেই। বর্তমান চেয়ারম্যান পরিষদের সকলকে নিয়ে দীর্ঘদিন ধরে জায়গার সন্ধান করছেন। অনেক দিন পর বর্তমান পরিষদের নিকটে শাহজাদাপুর নিয়ামতপুর ধাওরিয়া দেওড়া সড়কের পাশে অত্যন্ত সুন্দর পরিবেশে উঁচু ২৫ শতাংশ জায়গা পেয়েছেন। এখানে রয়েছে বিদ্যুত। উন্নত যোগাযোগ ব্যবস্থা। আশপাশে রয়েছে মসজিদ মাদ্রাসা শিা প্রতিষ্ঠান বাজার ও দোকানপাট । দাতা পরিষদের নামে জায়গা রেজিষ্ট্রি করে দিয়েছেন। গত ২২ জানুয়ারী পরিষদের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে দেওড়ার ওই জায়গায় কমপ্লেক্স ভবন নির্মানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করেন। বিষয়টি ২৭ জানুয়ারী উপজেলার মাসিক সভায় অনুমোদন পায়। নিয়ম মাফিক তদন্ত শেষে নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন তৈরী করে জেলায় প্রেরন করেন। বিষয়টি জেনে গাত্রদাহ শুরু হয় স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের। তারা মহৎ এ কাজটিকে বাঁধা গ্রস্থ করতে কোমর বেঁধে নেমে পড়েন ষড়যন্ত্রে। তড়িঘড়ি করে তারা চেয়ারম্যানকে কিছু না বলে হাওর এলাকায় একটি জায়গা রেজিষ্ট্রি দেখিয়ে নিজেরাই গত ২৭ এপ্রিল আবেদন করে বসেন। গতকাল তাদের ওই জায়গায় সরজমিনে গিয়ে দেখা যায়। বিশাল হাওর। বর্ষায় ২০/২৫ ফুট পানির নীচে তলিয়ে যায়। পাশের সড়কে হয় ৭/৮ ফুট পানি। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। গ্রাম সৃষ্টির পর নেই বিদ্যুত। তথ্য সেবা বঞ্ছিত ও ডাকাত আতঙ্কের অভয়ারণ্য। সরাইল উপজেলার মলাইশ শাহজাদাপুর সড়কের হাওরের মাঝখানের ওই জায়গায় ইউনিয়ন কমপ্লেক্স স্থাপনের দাবী তুলেছে গুটিকয়েক লোক। তাদের পেছনে কলকাঠি নাড়ছেন স্বার্থান্বেষী একটি মহল। বিলম্বিত করছে কমপ্লেক্স নির্মাণের কাজ। গতকাল রোববার বিষয়টি তদন্ত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল। শাহজাদাপুর ইউনিয়নের একাধিক ইউপি সদস্য, সদস্যা ও বাসিন্ধারা বলেন, কমপ্লেক্স ভবনের জন্য দেওড়ার জায়গাটি সব দিক দিয়ে ঠিক আছে। সমগ্র ইউনিয়নবাসীর সুবিধা ও ভাল কাজ প্রত্যাশা করলে এখানেই ভবন হওয়া উচিত। হাওরের ওই জায়গায় বিদ্যুত না থাকায় ই-তথ্য সেবা ও ডিজিটাল উন্নয়ন থেকে বঞ্চিত হবে ইউনিয়নবাসী। পণ্য পরিবহনে সরকারের অতিরিক্ত ব্যয় হবে। এ ছাড়া এখানে দিনের বেল্য়াই নিয়মিত ডাকাতি হয়। বর্ষায় সামনের সড়কে ৭/৮ ফুট পানি হয়। নির্জন ওই স্থানে কমপ্লেক্স হলে মালামাল ও চৌকিদারদের পাহাড়া দেওয়ার জন্য আলাদা ফোর্সের ব্যবস্থা করতে হবে। এখানে একটি পুলিশ ফাঁড়ি করা যেতে পরে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল  বলেন, সরজমিনে পরিদর্শন করলাম। স্থানীয় লোকদের সাথে কথা বলেছি। আমার মতামত লিখিত ভাবে জানাব। 

sarail pic (3) 01.06.14=

 

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী