৪ দিনে মোদীর ফেইসবুকে ১.১ মিলিয়ন লাইক
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ফেইসবুকে মাত্র চারদিনেই ১.১ মিলিয়ন লাইক পড়েছে। রোববার এমনই খবর দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর অফিসিয়াল সূত্র। সূত্র জানায়, ফেইসবুকের পেইজে প্রোফাইল ও কবার ছবি হিসেবে স্থান পেয়েছে ৬৩ বছর বয়সী মোদীর সাথে সফররত অতিথিদের সাক্ষাতের ছবিগুলো। এছাড়া মোদী নিজেও এখানে বিভিন্ন বার্তা ও স্ট্যাটাস দিবেন। যার বেশিরভাগই হবে বিভিন্ন দিবস উপলক্ষে দেয়া তার বাণী ও জনসচেতনা মূলক। ইতোমধ্যেই আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ দিবসে তার পক্ষ থেকে স্ট্যাটাস দেয়া হয়েছে। যাতে কয়েক হাজার লাইক ও কমেন্টস পড়েছে। এদিকে প্রধানমন্ত্রীর টুইটারে লাইকের সংখ্যা ১.৪ মিলিয়ন। আর জনগণের সাথে সামাজিক যোগাযোগ বৃদ্ধির জন্যই মোদী নিয়মিত ফেইসবুক ও টুইটারে বসেন বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।