ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে।
।।বার্তা কক্ষ।।গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। জেলার আখাউড়া, সদর, সরাইল ও নাসিরনগরে পৃথক বজ্রপাতে এরা মারা যান। সর্বশেষ গত শুক্রবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে বজ্রপাতে শিশু পায়েল মিয়া-(১৬) মারা যায়। সে আটলা গ্রামের সেন্টুু মিয়ার ছেলে। এসময় ৩ জন আহত হয়। গত ২৮ মে বুধবার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া ও ফকিরদিয়া গ্রামে বজ্রপাতে ২ জন নিহত হয়। এরা হলেন, ধানতুলিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের কন্যা হ্যাপী বেগম-(১৪) এবং একই ইউনিয়নের ছেদিয়ারকান্দি গ্রামের মোঃ তাজু মিয়ার ছেলে সুরত আলী-(৩৫)। গত ৮ মে বৃহস্পতিবার বিলে মাছ ধরতে গিয়ে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে বজ্রপাতে সম্পদ সরকার-(৪৫) মারা যায়। তার বাড়ি উপজেলার নিয়ামতপুর গ্রামে। গত ৩ মে শনিবার দুপুরে সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে বজ্রপাতে ধানকাটার শ্রমিক মোর্শেদ মিয়া (২২) মারা যায়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এসময় বজ্রপাতে অপর ৩ শ্রমিক আহত হয়।