ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, ফসল উৎপাদন বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
।।বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিথি ছিলেন কৃষিমন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নুরুস সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃাতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বাছির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তবের কৃষিমন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোশাররফ হোসেন বলেন, আমাদের বিজ্ঞানী উন্নত গবেষণার কারণে নতুন- নতুন জাত আবিস্কার হচ্ছে। এতে আমাদের উৎপাদন বেড়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক কর্মকর্তা এবং মাঠকর্মী অংশ গ্রহণ করেন।