রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরোও দুটি নতুন বিভাগ চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্প্রতি আরো দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে। শনিবার জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগগুলো হলো কলা অনুষদের আওতায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ইতিহাস বিভাগের প্রফেসর মো. আবুল কাশেম এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রফেসর আব্দুল কুদ্দুসকে সভাপতি নিযুক্ত করা হয়েছে।
এই বিভাগগুলিতে আগামী ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন ছাত্র ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।