মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পিস্তল চুরি হওয়ায় নবীনগরে এএসআই বরখাস্ত

pistolবার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাসা থেকে পিস্তল চুরি হয়ে যাওয়ায় অসাবধনতা ও কর্তব্য অবহেলার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার দুপুরে তাকে নবীনগর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এএসআই গোলাম মোস্তফা নবীনগর পৌর শহরের পদ্মপাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে বাসার জানালার গ্রিল কেটে কে/কারা তার পিস্তলটি চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি জেনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে, শনিবার দুপুরে অসাবধানতা ও কর্তব্য অবহেলার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, তাকে নবীনগর থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।