শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের বেয়নেটের আঘাতে বাংলাদেশির মৃত্যু

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাইফেলের বেয়নেটের আঘাতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফের নির্যাতনে বাংলাদেশি ওই রাখালের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৌখিকভাবে ৪০ বিএসএফের  কমান্ড্যান্টকে প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি লিখিতভাবে জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিহত সিরাজুলের ভাই আবদুল বারেক বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজুলসহ কয়েকজন গরু আনতে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে পুটখালী সীমান্তে বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় সিরাজুলকে বিএসএফ সদস্যরা ধরে তাঁদের আংরাইল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তারা সিরাজুলের ওপর নির্যাতন চালিয়ে ছেড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে পৌঁছে এক ব্যক্তির বাড়িতে চিকিত্সা নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, সিরাজুলের মাথা ও ডান পায়ে রাইফেলের বেয়নেটের আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে বুট দিয়ে পাড়ানোর চিহ্ন দেখা গেছে। বিএসএফের নির্যাতনেই সিরাজুলের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী