বিএনপি , জামায়াত ও বিএনপির বিদ্রহী প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
প্রতিনিধি: জেলার নবগঠিত উপজেলা বিজয়নগরে ভোটগ্রহণ শুরুর সাড়ে চার ঘণ্টা পর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. শরীফুল ইসলাম লিটন (টেলিফোন)। এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থীও বর্জনের ঘোষণা দেন।
সোমবার দুপুর সাড়ে ১২টা দিকে চেয়ারেম্যান প্রার্থী অ্যাড. শরীফুল ইসলাম লিটন (টেলিফোন) ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, তার পুলিং এজেন্টেদের মারধরের অভিযোগ এনে সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।
বিভিন্ন কেন্দ্রে তার ৩০/৪০ জন এজেন্টকেমারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া উপজেলার পাহাড়পুর, বোধন্তি, আলী নগর, বিষ্ণুপুর, মেরাতলি ও কচুয়া কেন্দ্রে এসব জালিয়াতি হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
তিনি আরও জানান, জেলা প্রশাসক পাহাড়পুর কেন্দ্র পরিদর্শনে এলে তাকে আমার ভোট বর্জনের জন্য আবেদনপত্র দেই কিন্তু তিনি তা গ্রহণ করেন নি। আমি আবার ডিসি অফিসে যাচ্ছি আবেদন জমা দেয়ার জন্য।
এদিকে, বিভিন্ন অভিযোগে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকও (চিংড়ি) ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে বিএনপির বিদ্রহী র্প্রাথী ও র্নিবাচন র্বজনের ঘোষনা দেন ।
তারা ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেয়া, ভোটচুরি ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।
তারা ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেয়া, ভোটচুরি ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।