চাঁদে বসতি গড়বে রাশিয়া
আর মাত্র ১৫ বা ১৬ বছর। এরপরেই চাঁদে বসতি গড়বে রাশিয়া। এমন পরিকল্পনা করছে তারা। এ জন্য এখন থেকে আগামী দু’বছর পরীক্ষা চালানোর জন্য চাঁদে রোবটসহ একটি মহাকাশযান পাঠাবে তারা। এ খবর দিয়েছে দ্যা মস্কো টাইমস। এতে বলা হয়, ২০১৬ সালের মধ্যে রোবটসহ একটি মহাকাশযান পরীক্ষামূলকভাবে চাঁদে পাঠানো হবে। এছাড়া, ২০২৮ সালের দিকে একটি মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নেয়া হবে চাঁদকে বসবাসযোগ্য করে তোলার জন্য। সবশেষে ২০৩০ সালে মানুষসহ একটি মহাকাশযান পাঠানো হবে। প্রথম পর্যায়ে মহাকাশযান পাঠাতে খরচ পড়বে ৮১ কোটি ৫৮ লাখ ডলার। চাঁদে পানি আছে- এমন ধারণার প্রেক্ষিতে সেখানে বসবাস করার বিষয়টি অনেক আগে থেকেই পরিকল্পনা করা হচ্ছিল। তারই প্রেক্ষিতে রাশিয়া এবার চাঁদে স্থায়ীভাবে বসবাসের জন্য পরীক্ষামূলক কাজ করছে।