শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জুনের মাঝামাঝি থেকে খোলাবাজারে পণ্য বেচবে টিসিবি

etc

 

 

 

খোলাবাজারে টিসিবি পণ্য কেনার লাইন

রমজানের ১৫ দিন আগে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসময় নিত্যপণ্যের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংস্থাটি এই বিক্রি কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে পণ্য সংগ্রহ প্রক্রিয়া শেষের পথে বলে অর্থসূচককে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা হুমায়ন কবির।

রমজান মাসে পণ্যের সরবরাহ ও নিত্যপণ্যের দর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবার একটু আগে ভাগে কাজ শুরু করে টিসিবি। আরএ জন্য তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর আমদানির কার্যক্রম হাতে নেয় সংস্থাটি।

জানা গেছে, এ বছর ৩ হাজার মেট্রিক টন তেল, দেড় হাজার মেট্রিক টন ছোলা, ১৫০ মেট্রিক টন খেজুর ও ২ থেকে ৩ হাজার মেট্রিক টন মশুর ডাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

চিনি, ডাল ও তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও খেজুর ও ছোলা এখনও সংস্থাটির হাতে এসে পৌঁছেনি। তবে সংস্থাটি আশা করছে আগামি মাসের ১০ তারিখের মধ্যে পণ্য দু’টি তাদের কাছে পৌঁছাবে। আর এটি আসলে রমজানের জন্য সব পণ্যের মজুদ থাকবে টিসিবির কাছে।

জানা যায়, তানজানিয়া থেকে দেড় হাজার মেট্রিক টন ছোলা আমদানি করা হচ্ছে যা চলতি মাসের ২৭ কিংবা ২৮ তারিখে সংস্থাটির কাছে পৌঁছাবে। আর ইরাক কিংবা সংযুক্ত আরব আমিরাত থেকে দেড়শো মেট্রিক টন খেজুর আমদানি করা হচ্ছে যা আগামি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে হাতে পাবে।

আর এই সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামি জুন মাসের মাঝামাঝি (রমজানের ১৫ দিন আগে) থেকে খোলা বাজারে বিক্রি সম্ভব হবে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা জানান, পণ্য সংগ্রহের কাজ শেষের পথে। সব কিছু ঠিক থাকলে আগামি মাসের ১০ তারিখের মধ্যে মজুদ প্রক্রিয়া শেষ করা যাবে। আর রমজানের ১৫ দিন আগে এটা খোলা বাজারে বিক্রি সম্ভব হবে বলে মনে করেন তিনি।

খোলা বাজারে বিক্রি করা পণ্যের দর নিয়ে তিনি বলেন, পণ্য বিক্রির কয়েক দিন আগে বাজারে বিক্রির দর নির্ধারণ করা হবে। তবে বাজার দরের চেয়ে বেশ কম হবে বলে জানান তিনি।

রমজান মাসে কিছু নিত্যপণ্যের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিবছর খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করে টিসিবি। টিসিবির নিজস্ব ৪টি বিক্রয় ক্রেন্দ্রসহ রাজধানীর প্রায় ৩৫টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তাছাড়া বিভাগীয় ও জেলা শহরগুলোতেও টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

এদিকে গত অর্থবছরে রমজান ও বাকী সময়ের জন্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মন্ত্রণালয় ৫০ হাজার টন চিনি, ১৩ হাজার টন সয়াবিন তেল, ৮ হাজার টন পাম অলিন, ১০ হাজার টন মসুর ডাল এবং ২ হাজার টন ছোলা সংগ্রহের নির্দেশ দেয়।

তবে শুধু রমজান মাসকে সামনে রেখে ১৫ হাজার টন চিনি, ১০ হাজার টন ভোজ্যতেল, ১০ হাজার টন মসুর ডাল এবং ২ হাজার টন ছোলা মজুতের নির্দেশনা দেওয়া হয়। ।

এ জাতীয় আরও খবর

সাকিব-লিটনকে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

যানজট কমাতে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

‘সরকারের দুর্নীতি প্রকাশ করলে ডিজিটাল আইনে মামলা দিচ্ছে’

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার প্রস্তাব দেয়নি পিসিবি

শুভশ্রীর সুপ্ত প্রতিভা ফাঁস

দুর্গাপুর সীমান্তে বিজিবির ওপর হামলা, নিহত ১

ছাত্রী সাজলেন ‘খালেদা জিয়া’, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

প্রেম শেখাচ্ছেন তারা

প্রেমিকা হত্যা মামলায় প্যারোলে মুক্তি পাননি ‘ব্লেড রানার’

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে