বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সরাইলে বজ্রপাতে জেলের মৃত্যু

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে সম্পদ সরকার (৪৫) নামে এক জেলে মারা গেছেন। 


বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জেলে সম্পদ সরকার ও দেওড়া গ্রামের শুকুর মিয়া (৩৫) স্থানীয় হায়াল বিলে মাছ ধরতে যান। এ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সম্পদ মারা যান। তার সঙ্গে থাকা শুকুর মিয়াও আহত হন। তাৎক্ষণিকভাবে শুকুর মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।