শিশুপাচারের অভিযোগে কমলা বেগমের যাবজ্জীবন কারাদন্ড
ডেস্ক রির্পোট : নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ এর ৬(১) ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামী কমলা বেগম পিতা মৃত আক্কেল আলী সাং- কারসিনা, থানা হোমনা,জেলা কুমিল্লাকে যাবজীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের অতিরিক্ত সশ্রম কারাদন্ড দন্ডিত করে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়ার বিচারক (জেলা জজ) মোঃ জাকির হোসেন রায় প্রদান করেছেন। আসামী পলাতক থাকায় রায়ে উল্লেখ করা হয়েছ যখনই তারা পুলিশ কর্তৃক ধৃত হবে অথবা ট্রাইব্যুনালে আতœসমর্পণ করবে তখন থেকে তাদের সাজা কার্যকর হবে এবং সাজা উল্লেখে গ্রেফতারী পরোয়ানা ইস্যুর নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৯৭ইং সালে ভিকটিম আবু (ফারুক) ও বাবু (আলামিন)কে পিতা মাতার নিকট হইতে মিথ্যা প্রলোভন দিয়া বিদেশে পাচারের উদ্দেশ্যে ১৭ জানুয়ারী ২০০০ইং তারিখ ভারতের পুলিশের হাতে উক্ত ভিকটিমগন ধৃত হন। পরে বাংলাদেশ সরকারের মাধমে দেশে ফিরেয়ে আনে। এব্যাপারে মমিনুল ইসলাম সুরুজ বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় মামলা ০৭ তাং-২২/০৬/২০০০ইং দায়ের করে। এর নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-৯১/০২ এর রায়ে বিজ্ঞ বিচারক উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।