শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ মীর কাসেমের মামলার রায় যেকোনো দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর আদালত মামলার রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আসামিপক্ষের যুক্তি খণ্ডন করেন। এরপর আদালত মামলার রায় অপেক্ষমাণ রাখেন।



রাষ্ট্রপক্ষ গত রোববার মীর কাসেমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করে। ওই দিন ১০টি অভিযোগের ওপর যুক্তি দেওয়া হয়। পরের দিন সোমবার বাকি চারটি অভিযোগের ওপর যুক্তি দেওয়া শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করা হয়।



গত মঙ্গলবার যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। পরের দিন বুধবার যুক্তি উপস্থাপন শেষ করে আসামিপক্ষ। আজ আইনি বিষয়ে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষের যুক্তি খণ্ডন করে রাষ্ট্রপক্ষ। এরপর আদালত মামলার রায় অপেক্ষমাণ রাখেন।



মীর কাসেমের বিরুদ্ধে ১৪টি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ১২টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ জন্য রাষ্ট্রপক্ষ মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির আরজি জানিয়েছে ট্রাইব্যুনালের কাছে।

মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ ছিল। পরে তা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ধান ভানলেন জাতিসংঘ মহাসচিব!

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

আছিয়ার ধর্ষকের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের দাবি

দায়িত্ব শেষে দেশে না ফিরে কানাডায় রাষ্ট্রদূত হারুন, শাস্তিমূলক ব্যবস্থা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

রূপের রহস্য জানালেন পরীমণি

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী

চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

ছুটির দিনে নিউমার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে মানুষ কঠোর হস্তে দমন করবে : মামুনুল হক