রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি শিশুর রহস্যজনক মৃত্যু বাবা নিখুঁজ

imagesব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন সুতিয়ারা গ্রামের মো: আলমগীর মিয়ার মেয়ে মিম (২) এর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শাহবাজপুর ব্রিজের পার্শে একটি ইটের ভাটার সামনের পুকুরে।
জানা যায়, গত শনিবার সকালে মিম তার বাবর সাথে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বেলা ১২ টায় খবর আসে মিম আর বেঁচে নেই। তার মৃত্যুর পিছনে রয়েছে অজানা এক রহস্য। মিমের লাশ উদ্ধার করা গেলে ও তার বাবা এখনও নিখোঁজ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে নানা গুঞ্জন। পুলিশ ঘটনাস্থল থেকে মিম এর লাশকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্য।এলাকাবাসীর অভিযোগ মিম এর মৃত্যুর জন্য দ্য়াী তার বাবা।  
এ ব্যপারে মিমের দাদা নান্নু মিয়া জানান, মিম ও তার বাবা সকাল ৯:০০টায় মার্কেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বেলা বার টায় একজন ফোন করে আমাকে বলে আপনার নাতনী মিম পানিতে ডুবে মারা গেছে। তাৎক্ষুনিকভাবে আমি থানায় খবর দিই এবং আমি সেখানে গিয়ে দেখি মিম আর বেঁচে নেই এমনকি আমার ছেলেকে ও পাওয়া যাচ্ছেনা।
এ ব্যপারে এস আই দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর