নাসিরনগর পূর্বভাগ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা
রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৬ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশীদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ নির্ধারণ করা হয়। তফসিল অনুযায়ি ২৮ এপ্রিল তারিখ থেকে ৫ মে পর্যন্ত মনোনয়ন পত্র বিতরন ও গ্রহন করা হবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ ০৫/০৫/২০১৪,বাছাই ০৭/০৫/২০১৪,প্রত্যাহার ১১/০৫/২০১৪,প্রতীক বরাদ্দ ১২/০৫/২০১৪ এবং ২৬ /০৫/২০১৪ ইং তারিখে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২৪ ফ্রেরুয়ারি’২০১৪ সড়ক দুঘর্টনায় উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া (৫০) নিহত হন।