কুমিল্লা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেক : জেলায় ভাদুঘর এলাকায় রাতে বৃষ্টির কারণে ডাইভারশন রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় একটি ট্রাক আটকা পড়ে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সোমবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় চারঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দু’পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সকাল ৯টায় ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরালে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. সাইদুল ইসলাম খান জানান, রাতে বৃষ্টির কারণে ডাইভারশন রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ার কারণে একটি ট্রাক আটকা পড়ে। যার কারণে রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাস্তা মেরামত ও আটক ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।