শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করলেন রানি মুখার্জি

Raniঅবশেষে হলো রানি মুখার্জির সেই বিয়ে। সেই সূত্রে চার হাত এক হলো রানি মুখার্জি, আদিত্য চোপড়ার। যেই বিয়ের জন্য বহুদিন অপেক্ষায় ছিল গোটা দেশ। গতকাল রাতে ইটালিতে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে, গোপনীয়তার সঙ্গে সাতা পাকে বাঁধা পড়েছেন তাঁরা। শোনা যাচ্ছে মুম্বাইতে ফিরে হবে বিয়ের রিসেপশন পার্টি। সেখানেই আমন্ত্রণ জানানো হবে গোটা বলিউডকে। সংবাদমাধ্যমের থেকে দূরে থাকতেই বিদেশে কার হল বিয়ের অনুষ্ঠান।

গত বছর থেকেই শোনা যাচ্ছিল এই বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। মনে করা হচ্ছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে'র দিন হতে চলেছে বিয়ে। অবশেষে এপ্রিলে ফুটল বিয়ের ফুল। এর আগে বহুবার এসেছে রানি, আদিত্যর বিয়ের খবর। কিন্তু প্রতিবারই সেই খবর ভুয়া প্রমাণিত হয়েছে। কেমন হবে বহু প্রতীক্ষিত এই বিয়ে? তা নিয়েও ছিল বহু জল্পনা। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে এল সেই দিন। বিয়ে করলেন রানি-আদিত্য। 

এ জাতীয় আরও খবর