আখাউড়ায় বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে আব্বাস আলী (২৮) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃত শ্রমিক সুনামগঞ্জ জেলার বাসিন্দা। ধান কাটার কাজে তিনি আখাউড়া এসেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই এলাকায় ব্যাপক কালবৈশাখী ঝড় হয়। ঝড়ের মধ্যে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থেলই আব্বাস আলীর মৃত্যু হয়।
ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।