চাঁদা না দেয়ায় বাখরাবাদের ২ ঠিকাদারকে হত্যার হুমকি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের খন্দকার মহসীন নামের এক স্থানীয় চাঁদাবাজ বাখরাবাদ গ্যাস ফিল্ডস কোম্পানির দুই ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই ঠিকাদারদের আবাসিক গ্যাস সংযোগ প্রদানের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আইনি প্রতিকার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ঠিকাদার একই গ্রামের কাজী মঞ্জুর হোসেন ও কাজী পাভেল। ঠিকাদার মঞ্জুর হোসেন অভিযোগ করেন, চলতি মাসের প্রথম দিকে ঘাটুরা গ্রামের খন্দকার পাড়ার জাকির হোসেন ও হুমায়ূন মিয়ার বাড়িতে আবাসিক গ্যাস সংযোগের কাজ চলাকালে চাঁদা দাবি করে খন্দকার মহসীন। এসময় মহসীন তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়ারও হুমকি দেয় সে। এ অবস্থায় স্থানীয়দের অনুরোধে তাকে ৪০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু এতে সে ক্ষান্ত না হয়ে আরও বেশি পরিমাণ চাঁদা দাবি করে। এ অবস্থায় পুরো কাজের লভ্যাংশের অর্ধেক পরিমান টাকা দাবি করে মহসীন। না দিলে মুঠোফোনে তাদেরকে হত্যা করার হুমকি দেয়। এরপর গত ১৫ এপ্রিল মহসীন ও তার সহযোগিরা ঠিকাদার মঞ্জুর ছোট ভাই কাজী সারওয়ার হোসেনকে মারধর করে। ঠিকাদার পাভেল অভিযোগ করেন, মহসীনের চাঁদা দাবির পর থেকে তাদের গ্যাস সংযোগ প্রদানের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আইনি প্রতিকার দাবি করেছেন তিনি।