রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় উপজেলা চেয়ারম্যানের অফিস দখলে নিলো ভাইস চেয়ারম্যান

akaura mapশপথ গ্রহণের দুই দিনের মাথায় আখাউড়া উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষ দখলে নিয়েছে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। গতকাল সকালে ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া তার অনুসারীদের নিয়ে উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের নির্ধারিত অফিস কক্ষে প্রবেশ করে মিলাদ ও দোয়ার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বিকালে চেয়ারম্যানের অফিস কক্ষের দরজায় ভাইস চেয়ারম্যানের সমর্থকরা তালা ঝুলিয়ে দেয়। তবে নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে পূর্ববর্তী চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করার আগে চর দখলের মতো এভাবে অফিস দখল করায় আখাউড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। গত ২৩শে মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মুরাদ হোসেন ভূঁইয়া ও পিয়ারা বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৫ই এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন। আগামী ৩০শে এপ্রিল উপজেলা পরিষদ কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কথা। কিন্তু এর আগেই শুধু ভাইস চেয়ারম্যান আকস্মিকভাবে চেয়ারম্যানের অফিস কক্ষটি নিজ দখলে নেন।  এব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন, অফিস দখলে নেয়ার কথা সঠিক নয়। মিলাদ পড়ার জন্য ওই রুমটি ব্যবহার করা হয়। এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. খুরশীদ শাহরিয়ার বলেন, অফিস দখলে নেয়ার কোন সুযোগ নেই। তাছাড়া, এটি চেয়ারম্যানের কোন নির্ধারিত অফিস কক্ষ নয়। আগামী ৩০শে এপ্রিল উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত হবে কে কোথায় বসবেন।

 

mzamin.com

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে : আইজিপি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস

আমির হোসেন আমুকে ইসিতে তলব

পাগলা মসজিদ: গণনার সাড়ে ৩ ঘণ্টায় দানবাক্সের টাকা ছাড়িয়েছে সোয়া ৩ কোটি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না : কাদের

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

একটা আফসোস রয়ে গেছে, বললেন প্রধানমন্ত্রী

দুর্নীতি দমনে দুদককে আন্তরিক ও কৌশলী হতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, দাম বাড়ল রসুন-চিনি ও ডালের

তীরে এসে তরি ডোবাল বাংলাদেশ