বুধবার শুরু হতে যাচ্ছে আইপিএল
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সপ্তম আসরের পর্দা উঠবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই। খেলাটি শুরু হবে ১৬ এপ্রিল রাত সাড়ে ৮টায়।
প্রতিবারের মতো এবারেও সেট ম্যাক্স আইপিএলের ম্যাচগুলো সম্প্রচার করবে।
এবারে আসরে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। এ আসরে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাতে। ১ জুন ফাইনাল ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ভারতের নির্বাচনের কারণে প্রথম ২০টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো নিজেদের হুম কন্ঠিশন ভারতে হবে।