শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে
আজকের শিক্ষার্থী আগামি দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
শুক্রবার বিকেলে এলজিইডি মিলনায়তনে ইস্ট-ওয়েস্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ছায়েদুল হক বলেন, ‘বিশ্বায়নের যুগে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রয়োজন আছে। তবে আমাদের ভাষা ও স্বাধীনতার যে রক্তাক্ত ইতিহাস তা সঠিকভাবে জানাতে হবে শিক্ষার্থীদের।’
তিনি আরো বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ডাকেই আমাদের স্বাধীনতা। এ ইতিহাসকে বিকৃত করার কোন সুযোগ নেই।’
যারা ইতিহাস বিকৃতির মতো ঘৃণ্য কাজ করছে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘পড়ালেখার পাশাপাশি ছাত্রদের নৈতিক শিক্ষাদানের মাধ্যমে উন্নত চরিত্র গঠনের প্রতিও বিশেষ নজর দিতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান আওলাদ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইরিন আক্তার প্রমুখ।