নসিমনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে নসিমনের ধাক্কায় তুষার চন্দ্র দাস (০৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার স্থানীয় ইব্রাহিমপুর গ্রামের বিপ্লব চন্দ্র দাসের ছেলে এবং ইব্রাহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই সড়কে রাস্তা পারাপারের সময় তুষারকে নসিমনটি ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
পরে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।