‘বাংলাদেশের মেয়ে’ শুভশ্রী ঢাকায়
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণার্ধীন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামে একটি ছবিতে ‘বাংলাদেশি মেয়ে’র চরিত্রে অভিনয় করছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী মেঘলা এবং কলকাতার অভিনেতা অঙ্কুশ।
বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। তেলে ভট্টাচার্যের চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন এবং আশোক পতি।
ছবির শুটিংয়ের জন্য শুক্রবার ঢাকায় এসে উত্তরার মেরিনো হোটেলে উঠেছেন শুভশ্রী ও অঙ্কুশ। ছবিতে ঢালিউড অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন পীযূষ বন্দোপাধ্যায়, মিশা সওদাগর, ডন ও রহমত আলী।
নির্মাতা অনন্য মামুন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এটি আমার প্রথম ছবি। একটি ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।
মেঘলা থাকেন দার্জেলিংয়ে। সেখানে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে যান শুভশ্রী। পরিচয় হয় অঙ্কুশের সঙ্গে। তিন জনের প্রেমের কাহিনী নিয়ে ছবির গল্প এগোয়।
ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে দার্জেলিংয়ে। সব কিছ ঠিকঠাক থাকলে আগামী মে মাসে ছবিটি মুক্তি দেওয়ার আশার করছেন মামুন।
গাজীপুরের পুবাইলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে আগামী এক সপ্তাহ টানা ছবিটির শুটিং চলবে।