পদত্যাগ করেছেন হাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালের লড়াইয়ের আগে দেশের বিমান ধরতে হয়েছে পাকিস্তান দলের। টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সুপার টেনের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পণে বিদায় নিয়েছে এ আসর থেকে। এরপরই শুরু হয়েছিল পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়কের মূণ্ডুপাত। শেষমেশ ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিতে হলো মোহাম্মদ হাফিজকে। আজ আনুষ্ঠানিকভাবেই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে হাফিজ জানিয়েছেন, তিনি কোনো চাপের মুখে পদত্যাগ করেননি। এও জানিয়েছেন, অন্য অধিনায়কের অধীনে খেলতেও কোন আপত্তি নেই তাঁর। এএফপি ও ওয়েবসাইট।