জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। ৪৪ তম স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড ময়দানে ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন মানুষ গেয়ে উঠল এ গান। আর এভাবেই লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর দাবি তুলল বাংলাদেশের মানুষ।
একই সময়ে সারাদেশের কোটি কোটি মানুষ কণ্ঠ মিলিয়ে গেয়েছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশের বাইরে অবস্থান করা বাংলাদেশিও এ সময় গলা মিলিয়েছেন টেলিভিশন, ইন্টারনেটের কল্যাণে।
লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার এই আয়োজন রেকর্ড করে রেখেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নেবে রেকর্ডসে।
লাল-সবুজ পতাকা হাতে লাখো মানুষের সঙ্গে গলা মিলিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও