শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আধুনিক ও দৃষ্টি নন্দন পৌরসভায় রুপান্তর করতে কাজ করে যাচ্ছি.. পৌর মেয়র

br-mr-বাংলাদেশ সরকার, এডিবি, কেএফডাবলিউ, জিআইজেড সহায়তা পুষ্ট দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পপ ইউজিপ-টুর আওতাভুক্ত দেশের ৪৭ টি পৌরসভার মেয়রগনের অংশ গ্রহনে দুদিন ব্যাপি “মেয়রস ওয়ার্কসপ” অনুষ্ঠিত হয় সৈকত নগরি খ্যাত কক্রবাজারে। গত ২৩ ও ২৪ মার্চ কক্রবাজার হোটেল ওসান প্যারাডাইজের শাহ সুজা কনফারেন্স হলে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), সায়মা প্রসাদ অধিকারি, ইউজিপ টু প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম আকন্দ, এডিবির সিনিয়র কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উক্ত ওয়ার্কসপে অংশগ্রহন করে এই প্রকল্পপের আওয়াতায় ব্রহ্মণবাড়িয়ার পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের রিপোর্ট তুলে ধরে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন পৌরসভার মত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়ও অনেক সমস্যা বিদ্ধমান। তবে শহর অবকাঠামো উন্নয়ন, রক্ষনা বেক্ষন,পরিস্কার-পরিচ্ছন্নতা, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবারাহ, বিদ্যুতায়ন ও সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষে আমরা ধারাবাহিক ভাবে বিভিন্ন কর্মকার্ন্ড বস্তবায়ন করে আসছি। নানা প্রতিকুলতা অতিক্রম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান পৌর পরিষদ এই শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পৌরবসীর প্রধানতম চাহিদা রাস্তা-ড্রেন নির্মান, সংষ্কার ও পরিষ্কার ও পরিছন্নতা কে প্রধান্য দিয়ে পর্যায়ক্রমে পৌর এলাকার সব স্থানেই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সকলের সমন্নিত পরিকল্পনা ও সহযোগিতা অব্যাহত থাকলে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর জীবন যাত্রার মান আরো উন্নত হবে মেয়র আশা প্রকাশ করেন। 

এ জাতীয় আরও খবর