শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিশু ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন

BBaria Map১০ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। সোমবার দুপুরে স্থানীয় রেডক্রিসেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহীন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, সাংবাদিক ও নাট্যজন মঞ্জুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, সম্পাদক রতন কান্তি দত্ত, প্রভাষক মনির হোসেন, বন্ধুসভার সদস্য খাদিজা জাহান রিদু।



মানববন্ধনে বক্তারা বলেন,  দ্রুত গ্রেপ্তারকৃত ধর্ষক রাজীবকে বিচারের আওতায় নিতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এ জাতীয় আরও খবর