নাসিরনগরে বিশ্ব যক্ষ্মা দিবসে র্যালি ও আলোচনা সভা
যক্ষ্মার সেবা সবার তরে, পৌঁেছ দেব ঘরে ঘরে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় সোমবার উপজেলা সদরে এক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিমের সভাপতিত্বে উপজেলা ব্র্যাক ম্যানেজার (স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা) মোঃ আশরাফ হোসেনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কনসালটেন্ট ডাঃ আবদুল আলীম,মেডিকেল অফিসার ডাঃ মাসুক আল মারজান, ডাঃ জামাল উদ্দিন,ডাঃ সজীব পাল,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও জসিম উদ্দিন প্রমূখ।