শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সদর উপজেলা যুবলীগের কর্মী সভায় মোক্তাদির চৌধুরি এম,পি

obaidul muktadirপ্রতিবেদক : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের সর্মথনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 



গত ২০ মার্চ সন্ধ্যায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।



সভায় সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী আজম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মুজিবর রহমান বাবুল, সংষ্কৃতি সম্পাদক শাহ আলম সরকার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, আওয়ামীলীগের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এড. তাসলিমা সুলতানা খানম নিশাত।



সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন রানা ও আবু নাহিদ সোহাগ এর পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাহমুদুর রহমান জগলু, এহসানুল হক মাসুদ, সালাউদ্দিন সরকার, রাকিব আহমেদ সোহেল, মশিউর রহমান লিটন, গোলাম মোস্তফা রাফী, শাহ নেওয়াজ মোল্লাহ, আমজাদ হেসেন রনি, বোরহান উদ্দিন সোহাগ, আবু আহমেদ শিপন,  হাবিবুর রহমান, নাহিদ সরকার, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক দেলওয়ার হোসেন বাহার, আবু হানিফ মুন্সি প্রমুখ। 



সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর কোন বিকল্প নেই। তাই আগামী  উপজেলা নির্বাচনে যে কোন মূল্যে এই আসন টি আমাদের হাতে আনতে হবে। এ কাজ টি সফল করতে হলে আওয়ামীলীগ নেতৃবৃন্দর পাশাপাশি তৃনমূল নেতাদের অগ্রনী ভুমিকা রাখতে হবে।



তিনি বলেন, অতিতে জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূল নেতৃবৃন্দ যে ভাবে কার্যকর ভূমিকা রেখেছে এই নির্বাচনেও আমাদের সে রকম ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি তৃনমূলের মনোনয়নের বাহিরে যারা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থদের পক্ষে কাজ না করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

‌‘নামাজ পড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আরও বাড়তে পারে গরম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু