আওয়ামীলীগের নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করলেন পৌর মেয়র
আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূলের ভোটে মনোনীত আওয়ামীলীগ তিন প্রার্থী কে বিজয়ী করতে কাজিপাড়ায় ৮নং ওয়ার্ড নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে কাজিপাড়ায় তিন রাস্তার মোরে উক্ত নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন জেলা আওয়ামলীগের সিনিয়র সহ সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা রফিক সরকারের সভাপত্তিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, শহর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান দেওয়ান, আবুল কালাম, বেলাল মিয়া, মোবারক মিয়া, যুবনেতা গোলাম মোস্তাফা রাফি, তৌফিক আহমেদ তৌছির, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, একে বাবু। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আলী মিয়া, খায়ের মিয়া, ধুনু মিয়া, আয়েত আলী, জহিরুল ইসলাম জুম্মান, মুক্তা, নুরুল ইসলাম, আবেদ, মজিদ, খোকন, ছোটন, সাদেক প্রমুখ।
সভায় মেয়র বলেন, বিগত বছরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বাসী অনেক অকাংখা নিয়ে উপজেলা নির্বাচনে ভোট দিয়েছে কিন্তু চেয়ারম্যানের অযোগ্যতায় উপজেলা বাসী কাংখিত উন্নয়ন বঞ্চিত হয়েছে। এবার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত তিন জন প্রার্থীই পরিক্ষিত রাজনেতিক নেতা ও এবং উপজেলা প্রশাসনের জন্য যোগ্য ব্যক্তি। তাই আমাদের উন্নয়নের স্বার্থে তাদের বিজয়ী করতে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।