সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার দুপুর ১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিচভী আহমেদ।
তিনি অভিযোগ করে বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে। এর প্রতিবাদে সোমবার ঢাকায় থানায় থানায় এবং সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, এর আগে ঢাকা মহানগর হাকিম আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।