শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপের পর্দা উঠছে আজ

15295_f3এক যুগ আগের কথা। ২০০১-এ ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর সভায় নতুন ধারার  এক ক্রিকেটের ভাবনা প্রকাশ করেন স্টুয়ার্ট রবার্টসন। সংক্ষিপ্ততম ঘরানার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার প্রস্তাবনা ছিল রবার্টসনের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি’র পূর্ণ সদস্য পদ পেয়েছিল বাংলাদেশ এর মাত্র আগের বছর। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য ও মাঠের বাইরে ভক্ত-দর্শকদের ক্রিকেট উন্মাদনা নিয়ে মাত্র ১২ বছরের ব্যবধানে সেই বাংলাদেশই এবার এককভাবে আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মর্যাদার এই ক্রিকেট যজ্ঞের পঞ্চম আসরের পর্দা উঠছে আজ। সূচনা দিনে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে এতে যাত্রা শুরু করছে স্বাগতিক বাংলাদেশ। অন্য ম্যাচে লড়াইয়ে নামবে হংকং ও নেপাল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে থাকছে বাংলাদেশ ও জিম্বাবুয়েসহ আইসিসি’র সহযোগী ৬ দেশের লড়াই। কোয়ালিফাইং রাউন্ডে এতে লড়ছে আইসিসি’র সহযোগী দেশ আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও নেপাল।   এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে ব্যাটবলের লড়াইয়ে নামবে বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তের ১৬টি দেশ। এশিয়ার ৮, ইউরোপের ৩, আফ্রিকার ২  অস্ট্রেলিয়ার ২ ও ক্যারিবীয় ১ দেশের অংশগ্রহণে এবারের যজ্ঞকে ‘পূর্ণাঙ্গ বৈশ্বিক আসর’-এর মর্যাদা দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। এতে ১৬ দেশের জাতীয় দলসহ খেলছে ১০টি নারী জাতীয় ক্রিকেট দল। ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় বসেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা নিয়েছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনিরা। ইংল্যান্ডে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাফল্য দেখায় উপমহাদেশের দলগুলো। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এতে শিরোপা জেতে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মাটিতে পরের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২০১১-এর ওয়ানডে বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজকের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। তবে ক্রিকেট পাগল বাংলাদেশের ছবিটা ক্রীড়া বিশ্বের নজরে পড়ে তারও আগে। ১৯৯৮-এ বাংলাদেশ নিজ মাটিতে আয়োজন করে ক্রিকেট খেলুড়ে শীর্ষ ৮ দলের বড় আসর উইলস কাপ (বর্তমান নাম চ্যাম্পিয়ন্স ট্রফি)। ওই আসরে স্বাভাবিক নিয়মেই খেলার সুযোগ ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। নিরপেক্ষ দেশে ওই আসর শেষে বাংলাদেশের  দর্শকদের ক্রিকেট উন্মাদনার প্রশংসায় আলাদা নিবন্ধ লেখা হয় ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন সাময়িকীতেও। প্রখ্যাত ক্রিকেট লেখক ম্যাথিউ এঞ্জেল এতে লিখেছিলেন, বাংলাদেশ জাতীয় দল যখন মাঠে সুযোগ পাবে, দেশটির ক্রিকেটপাগল দর্শকদের গর্জনটা আরও জোরালো হবে নিশ্চিত।


নিজ মাটিতে উইলস কাপের সফল আয়োজন থেকে বাংলাদেশের ক্রিকেটও পায় বাড়তি অর্থশক্তি। প্রখ্যাত ক্রিকেট লেখক অ্যালান গার্ডনার তার নিবন্ধে জানান, উইলস কাপ আয়োজন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র আয় হয় এক কোটি ডলার। পরে এ অর্থ ব্যয় করা হয় বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে। ১৫ বছরে দ্রুত লয়ে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। এ সময়  সরকার ও বিসিবি’র  উদ্যোগে ৭ থেকে ৮ কোটি ডলার ব্যয়ে বাংলাদেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যাতায়াত সুবিধা এবং ক্রিকেট অবকাঠামো। আর এতেই এককভাবে বিশ্বকাপের মতো বড় আসর আয়োজনের দায়িত্ব উঠেছে বাংলাদেশের হাতে। স্বদেশে বিশাল এ যজ্ঞের দিকে আলাদা নজর  বাংলাদেশ সরকারেরও। খেলার দিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে বিদ্যুৎ সরবরাহ নিশ্ছিদ্র রাখতে দেশের সার কারখানাগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চার আসরে সর্বাধিক ২৬ ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। এতে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ পাকিস্তান বাকি দুই বিশ্বকাপেও খেলেছে সেমিফাইনাল পর্যন্ত। পাকিস্তান ১৬ জয়ের বিপরীতে হেরেছে ৯ বার। তবে হারজিতের নিরিখে আসরে সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা। শিরোপাবঞ্চিত শ্রীলঙ্কা চার আসরে খেলেছে ২৫ ম্যাচ। এতে ৮ হারের সঙ্গে লঙ্কানদের ১৬ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে ১১ ম্যাচ। এতে একবার মাত্র টাইগারদের জয় দেখেছে বাংলাদেশের ক্রিকেট-ভক্তরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শহীদ সালামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 

নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত। 

নবীনগর সাতমোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে যে ৫ পুষ্টির ঘাটতিতে

শুটিংয়ে আহত অক্ষয় কুমার

কুলি থেকে শীর্ষ অভিনেতা, কত টাকার মালিক রজনীকান্ত

এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

আমিরাতে সোয়া ৩ কোটি টাকার লটারি জিতলেন নোয়াখালীর রুবেল

মধ্যরাত থেকে ঘন কুয়াশার আভাস, কবে কমবে জানালো আবহাওয়া অফিস

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বেড়েছে সময়

২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ

বায়ুদূষণের ফলে বাড়ছে নারী-পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের ঝুঁকি: গবেষণা