আয়ারল্যাণ্ডকে ৪৪ রানে হারালো বাংলাদেশ
শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যাণ্ডকে ৪৪ রানে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রান করে টাইগাররা। স্বরুপে ফিরেছে অধিনায়ক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ গড়তে সক্ষম হয় বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ফতুল্লার এই ওয়ার্ম আপ ম্যাচটিতে পুরে শক্তি নিয়ে মাঠে নামে টাইগাররা। তবে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আইরিশরা ।