পৌরসভার উদ্যোগে নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠান
প্রতিবেদক :: বিশ্ব নারী দিবস ২০১৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, তৃনমূল নারী সংগঠকদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় পৌর ভবন চত্তরে থেকে র্যালী শুরু হবে। পরে বিকাল ৩:৩০ মিনিটে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক, এডঃ সৈয়দ এ.কে.এম. এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকার। আনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা।