ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সমঝোতার মাধ্যমে দলীয় একক প্রার্থী চুড়ান্ত করেছে জেলা বিএনপি। গত সোমবার রাতে জেলা বিএনপির এক জরুরী সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলা বিএনপির
সহ-দপ্তর সম্পাদক আলী আজম চৌধুরী জানান, দলীয়ভাবে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদ মুছা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের নেত্রী শামসুন্নাহারকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।
আগামী ৩১ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।