শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরের হরিপুরে হয়রানির ও নির্যাতনের শিকার একটি পরিবার।

nirjaton9.3.14ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের রুস্তম আলী ও তার পরিবারের উপর জুলুম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ।রুস্তম আলীর ছেলে মোঃ আছকির মিয়া অভিযোগ করে জানান, তার প্রতিবেশী মোঃ আব্দুল হাসিমের ছেলে মোঃ আব্দুল হাই গংরা তাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দীর্ঘদিন যাবৎ হয়রানি করে আসছে ।



আছকির জানান,২০০৬ সাল থেকে তারা তাদের বিরোদ্ধে বিভিন্ন মিথ্যা ,বানোয়াট,উদ্দেশ্য প্রনোদিত মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে।তাদেরনামে ব্রাহ্মণবাড়িয়া আদালতে জি আর ১১৫/০৬,দেওয়ানী৪৮/০৬,দেওয়ানী১৪/০৬এবং গত ৬মার্চ ১৪ বুধবার ১৪৪ ধারা জারী করে জোর পুর্বক  বাড়িঘরে প্রবেশ করে ডাকাতি লুটপাট করে প্রচুর ক্ষতিসাধন করে  দখলে নেওয়ার চেষ্টা করে ।আছকিরের অভিযোগ তাদের মামলা মোকদ্দমার ভয়ে পরিবারটি সারক্ষণ আতংকে রয়েছে ।যে কোন সময় তাদের উপরে নেমে আসতে পারে  অত্যাচারের ষ্টীমরোলার ।



এ ব্যাপারে নরহা গ্রামের ছরুই মেম্বারের সাতে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা সমাধানের চেস্টা করেছি ।এক পক্ষ বিচারে বসতে চাইলে অন্যপক্ষ ন্যায় বিচার পাবেনা শংকায় কিছুটা নিরুৎসাহিত ।এ ব্যাপারে আব্দুল হাইয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ।

এ জাতীয় আরও খবর