তাবলিগ জামাতের উপর হামলায় ঘটনায় ১ হাজার ২শত জনের বিরুদ্ধে মামলা
প্রতিনিধি:বিজয়নগরের নাজিরাবাড়ি এলাকায় তাবলীগপন্থী মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মাওলানা সাইফুল ইসলাম বাদী হয়ে বিজয়নগর থানায় ১৬৬ জনের নাম উল্লেখ সহ ১২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশের গ্রেফতার অভিযানের কারনে এলাকা পুরুষশূণ্য হয়ে পড়েছে। এদিকে তাবলীগপন্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে কয়েক’শ মাদ্রাসা ছাত্র মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের হাসপাতাল সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হাফেজ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক হাফেজ জুনায়েদ, সাবেক সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মাওলানা আবু বকর, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় প্রায় আধাঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের নাজিরাবাড়ি বাজার মসজিদে তাবলীগ করতে যায় জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বকর এর নেতৃত্বে ৩০ জন ছাত্র। সন্ধ্যার পর মসজিদে বয়ান চলাকালে একদল মানুষ লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ১৮ জন গুরুতরসহ ৩০ জন আহত হয়।