শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃণমূলের প্রত্যক্ষ ভোটে আশুগজ্ঞে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনিত

asu-1-3-14[1]আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগজ্ঞ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তৃণমূল নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনিত করা হয়েছে। শনিবার বিকালে হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের তত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় তৃণমূল নেতাকর্মীদের উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জননেতা মোঃ হেলাল উদ্দিন এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধূরী মন্টু, মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ শাহ জাহান সাজু, আব্দুল হান্নান রতন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মইন উদ্দিন মইন প্রমুখ। নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আনিসুর রহমান, মোঃ ফিরোজ মিয়া, মোঃ হানিফ মুন্সী, হাজী সফিউল্লাহ মোট ৪জন, ভাইস চেয়ারম্যান পদে আমির হোসেন, শাহিন আলম ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোফেজা বেগম, রেহেনা বেগম ২জন প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রকাশ করলে উপস্থিত নেতৃবৃন্দ তাদের সাথে সমঝতার মাধ্যমে একক প্রার্থী নির্বাচনের চেষ্টা করেন।

 

এসময় প্রার্থীগন তৃনমূল নেতা কর্মীদের নিয়ে প্রত্যক্ষ নির্বাচনের পক্ষে মত দেন। সভায় অতিথি বৃন্দ যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য উপস্থিত ভোটারদের আহবান জানান এবং দলীয় মনোনয়নের বাহিরে কেও প্রার্থী হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর পদক্ষেপ গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সমস্ত প্রার্থীগনও দলীয় একক প্রার্থীর পক্ষে কাজ কার অঙ্গিকারাবদ্ধ হন। জেলা আওয়ামীলীগের তত্তাবধানে তৃণমূলের ১৬৩ জন ভোটার উৎসাহ উদ্দিপনায় ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চেয়ারম্যান পদে হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান পদে আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা বেগম আওয়ামীলীগের একক প্রার্থী মনোনিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মোঃ হেলাল উদ্দিন।
 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী