নবীনগরে সড়ক দূর্ঘটনা, আহত-৮
নবীনগরে অটোরিক্সা খাদে পড়ে কমপক্ষে ৮জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে নবীনগর-কোম্পোনিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর বাশবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাটারি চালিত একটি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজ থেকে প্রায় ৩০ফুট নীচে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধোর করে নবীনগর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত হরিপদ দাস (৫০) ও ইব্রাহিমপুর মসজিদের ঈমাম মিজানুর রহমান (৪৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।