ভারত নয় শিশিরের কাছে হারলো বাংলাদেশ
বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারতের সঙ্গে এশিয়া কাপে ৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। নিজের মাঠে ভারতের সঙ্গে হারের প্রধান কারণ শিশিরে ভেজা মাঠ বলেই মনে করছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুশফিকের শতক ও আনামুলের অর্ধশতকে ওপর ভর করে ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ভারত বিরাট কোহলির শতকের ওপর ভর করে এক ওভার হাতে রেখেই ৬ উইকেটে জয় পায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক হারের কারণ নিয়ে বলেন, ‘মাঠে প্রচণ্ড শিশির থাকায় ফিল্ডিংয়ে মারাত্মক সমস্যা হয়েছে। খেলার ২৪ ওভারের পর থেকে বল ধরতেই অনেক কষ্ট হয়। তারপরও আমরা ভালো করার চেষ্টা করেছি।’
এছাড়া দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘ভারত অনেক অভিজ্ঞ ও শক্তিশালী দল। তাদের বিপক্ষে দলের সবাই ভালো করার চেষ্টা করেছি। আরো কয়েকটি রান বেশি হতে পারতো। তবে যে রান করেছি সেটাও কম নয়।’