মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে মন্দিরে আগুন

nobinogorব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত সোমবার গভীর রাতে বাড়ির ঠাকুরঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। উপজেলা সদরের যুক্তরাষ্ট প্রবাসী  বিল্পব কুমার দেবের এই বাড়িতে এর আগে সপ্তাহ দুয়েক আগে চিরকুট পাঠিয়ে হুমকি দেয়া হয়েছিল। বাড়ির গৃহকর্ত্রী স্খুলশিক্ষিকা পপি রানী দেব জানান,আগুনে বাড়ির দোতলায় অবস্থিত ঠাকুর ঘরের প্রতিমা,দেবদেবির ছবি এবং পুজার আনুসাঙ্গিক জিনিস পুড়ে গেছে।  দুই সপ্তাহ আগে একটি মোবাইল নম্বর দিয়ে আমাদের বাড়িতে তিনটি চিরকুট পাঠানো হয়। দ্রুত ওই নম্বারে যোগাযোগ না করলে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। তখন বিষয়টি থানা পুলিশকে জানালে ওসি নিজে এসেই বাড়িটি পরিদর্শন করে যান এবং ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এর পরেই এই ঘটনা ঘটে। তাছাড়া এবার ঘরের দরজায় একই কায়দায় চিরকুট লাগিয়ে হুমকি  দেয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যপারে নবীনগর থানার ওসি আবু জাফর জানান, এই বাড়িতেও তারা ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এই চক্রের দুই সদস্যকে আমরা আরেকটি ঘটনায় গ্রেপ্তার করেছিলাম। এই ঘটনায় পপি দেবের পরিবারের পক্ষ থেকে আগইে একটি মামলা করা আছে।