অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায় শুরু হয়েছে খেলাটি।
পরের রাউন্ড নিশ্চিত করতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হবে বাংলাদেশের। টসে জিতে ফিল্ডিং নিয়ে অবশ্য শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। এই মুহূর্তে খেলার পঞ্চদশ ওভারে ৫৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। মুস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের ক্যাচে পরিণত হয়েছে জ্যারণ মরগান, আবু হায়দার তুলে নিয়েছেন ম্যাট শর্ট ও বেল ম্যাকডারমটের উইকেট। এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান (৩৬) এসেছে শর্টের ব্যাট থেকে।