শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বার্সেলোনাকে খোঁচালেন মরিনহো

5302dde0c169d-Mourinho_Imageএবারের মৌসুমের দ্বিতীয় দফায় চেলসির কোচের দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে বেশ চুপচাপই ছিলেন হোসে মরিনহো। মনে হচ্ছিল যেন বদলেই গেছেন এই পর্তুগিজ কোচ। কিন্তু মাঝপর্যায়ে এসেই স্বরূপে আবির্ভূত হয়েছেন ‘স্পেশাল ওয়ান’। প্রতিপক্ষের দিকে ছুড়ে দিচ্ছেন তীক্ষ সব বাক্যবাণ। কয়েক দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারকে বলেছিলেন ‘ব্যর্থতা বিশারদ’। এবার মরিনহোর বাক্যবাণ ছুটে গেছে পুরোনো শত্রু বার্সেলোনার দিকে। টাটা মার্টিনোর এই বার্সেলোনা নাকি বহু বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শক্তিমত্তার বিচারে কাতালানদেরই ফেবারিট বলে বিবেচনা করছেন অনেকে। কিন্তু মরিনহো যেন নিয়েছেন শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে ফেলার নীতি। মাত্র দুই দিন আগেই ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে এফএ কাপের লড়াই থেকে ছিটকে পড়লেও এখন মরিনহো সমর্থন জোগাচ্ছেন সেই ম্যানসিটিকেই। তাদের প্রতিপক্ষ যে মরিনহোর পুরোনো শত্রু বার্সেলোনা। ইতিহাস বার্সেলোনার পক্ষে থাকলেও ম্যানচেস্টার সিটির জয়ের অনেক সম্ভাবনা আছে বলেই মনে করছেন মরিনহো, ‘ইতিহাসের বিচারে অবশ্যই বার্সেলোনা ফেবারিট। কিন্তু এবারের মৌসুমের বার্সেলোনা বিগত বছরগুলোর মতো নয়। তাদের মেসি আছে, সে বিশেষ একজন খেলোয়াড়। তাকে ছাড়াও বার্সেলোনার আরও অনেকে আছে। কিন্তু আমার মনে হয় এই বার্সেলোনা বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। ফলে সিটি জিততেও পারে।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে নিজেদের মাঠেই বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি খেলবে ম্যানচেস্টার সিটি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটা ৪৫ মিনিটে।— গোল ডটকম

এ জাতীয় আরও খবর

কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ করা হবে: মন্ত্রী মোজাম্মেল

আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ : মির্জা ফখরুল

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া পেঁয়াজ-আলু-চাল

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি