মোসলেম গঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে জীবন-সভাপতি, সেলিম-সম্পাদক, সাংগঠনিক-শাহীন
কসবা মোসলেম গঞ্জ (নতুন বাজার) ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে এম তবিবুর রহমান জীবন,মো.সেলিম মিয়া সম্পাদক এবং মো.শাহিন মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিকো-অপারেটিভ কর্পোরেশন লিঃ এর অফিস কে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৯০ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তাইবুর রহমান নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। সভাপতি পদে দুই জন প্রার্থীর মধ্যে এম তবিবুর রহমান জীবন( হারিকেন মার্কা) ১০১ ভোট, সহসভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে আলমগীর হোসেন (তালা মার্কা) ১১৫ ভোট এবং সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে মো.সেলিম মিয়া (মাছ মার্কা) ১২৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থী তার মধ্যে মো.শাহিন মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ৪ প্রার্থীর মধ্যে মো. জসীম উদ্দিন (দেওয়াল ঘড়ি )১৪৮ ভোট,বাছির মিয়া (ফুল মার্কা)১৩৩ ভোট,মো.হিরন মিয়া(কেতনি মার্কা) ১২৩ ভোটে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রাথীদেরকে কসবা উপজেলা প্রেসকাব ও অপরাধ পত্র পরিবারের প থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাইয়েছেন।