ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের নির্মাণাধীন প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে নির্মাণাধীন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম ওবায়দুল মোক্তাদির চৌধূরী। ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা নির্বহী প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তানভির আহমেদ ভূইয়া প্রমূখ। আলোচন্ সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপজেলা পরিষদের নির্মাণাধীন প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।