বিএনপি নেতা জহির সিরাজ জামিনে মুক্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। তারা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েছেন। সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব খালেদ হোসেন মাহমুদ শ্যামল এ সময় জেল গেইটে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রায় ৫ শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা করে নেতৃবৃন্দকে জেল গেট থেকে প্রেসক্লাবে নিয়ে আসেন। এখানে নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব খালেদ হোসেন মাহমুদ শ্যামল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ মোটর শোভাযাত্রায় আরও উপস্হিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারওয়ার খোকন, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, সহ-দপ্তর সম্পাদক আলী আজম চৌধুরি, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম, মাইনুল হোসেন চপল, পৌর যুবদলের সদস্য সচিব এডঃ আরিফুল হক মাসুদ, আতিকুল হক জালাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ কবির আখন্দ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ হাফিজ উল্লা, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তানভীর রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।